০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


খালেদা জিয়ার মুক্তির জন্য গান গাইলেন তুর্কি সঙ্গীত শিল্পী ডিলারা

- ছবি : সংগৃহীত

বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে তুর্কি সঙ্গীত শিল্পী ডিলারা হৃদয় বিদারক সুরে একটি গান পরিবেষণ করেছেন। যেটি ইতোমধ্যে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ঝর তুলেছে।

এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, ডিলারা এর গান বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের কথা। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছেন গৃহবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বার বার উন্নত চিকিৎসা সেবা নিতে বিদেশ যাত্রার আবেদন করেও প্রত্যাখ্যাত হচ্ছেন তিনি।

বাংলাদেশের হয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম জিয়ার প্রতি এটি সম্পূর্ণ অবিচার। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চান এবং উনার শারীরিক সুস্থতা কামনা করেন। উনার শারীরিক সুস্থতার জন্য দরকার উন্নত চিকিৎসা ব্যবস্থার।

কায়াস মাহমুদ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন এবং তার মুক্তির জন্য দেশবাসী সোচ্চার হবার আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমরা আশা করি অতিশিগগিরই দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং উন্নত চিকিৎসা নিতে পারবেন।


আরো সংবাদ



premium cement