০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


‘গট ইনগেজড’ লিখলেন ন্যান্সি, বিয়ে সেপ্টেম্বরে

‘গট ইনগেজড’ লিখলেন ন্যান্সি, বিয়ে সেপ্টেম্বরে - ছবি : সংগৃহীত

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আগেই জানিয়েছিলেন চলতি বছরের সেপ্টেম্বরে বিয়ে করবেন। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো কিছু বলেননি। অবশেষে সোমবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গন ইনগেজড’। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রথমবার নতুন বিয়ে সম্পর্কে বললেন বর্তমান সময়ের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

এর আগে ন্যান্সি বলেছিলেন, জীবন থেমে থাকে না। নতুন জীবন শুরু করবো, এটা ফাইনাল। তবে দিন-তারিখ পরে জানাবো। অনুষ্ঠান করলে অবশ্যই দাওয়াত পাবেন।

তৃতীয় বিয়ে ন্যান্সি বেশ ধুমধাম করেই করবেন বলে জানান। সাধারণত যেমন আয়োজনে বাঙালি নারীর বিয়ে হয়, ন্যান্সির আগের বিয়েগুলো সেভাবে হয়নি বলে জানিয়েছেন তিনি। বিয়েতে পূরণ হয়নি তার শখ। এবারের বিয়েতে সেই শখ পূরণ করতে চান তিনি। ন্যান্সি বলেন, এমনিতেও আমার কখনো বউ সাজা হয়নি। হাতে মেহেদী লাগাইনি। এটা আমার একটা অপূর্ণ শখও বলতে পারেন। আমি চাই এবার আনুষ্ঠানিকভাবে শুভ কাজটা সারতে।

ফেসবুকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও পাত্র কে সেটা এখনো স্পষ্ট করেননি তিনি। বিষয়টি নিয়ে ন্যান্সির সাথে যোগাযোগ করা হলে এবারো জানান, রিলেশনশিপ স্ট্যাটাস ‘ইনগেজড’ লিখলেও বিয়ে সেপ্টেম্বরেই করছি এবং পাত্র কে তখনোই জানাবো।

গত ২ এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সাথে থাকছেন না বলে জানান ন্যান্সি। পরে জানান তাদের বিচ্ছেদের খবর।

এর আগে ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সেই সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সী পরে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল