৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সৌদি আরব যাচ্ছেন না নিকি মিনাজ

সৌদি আরব যাচ্ছেন না নিকি মিনাজ - সংগৃহীত

অনেকে বলেন সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে নিকি মিনাজের খোলামেলা পোশাক ও গানে যৌনতা সংক্রান্ত ভাষা অগ্রহণযোগ্য।

চলতি মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্টে অংশ নেবেন না বলে জানিয়েছেন র‍্যাপ তারকা নিকি মিনাজ। নারী ও সমকামিদের প্রতি তার সমর্থনের কারণে এসফর বাতিল করেছেন বলে জানিয়েছে তিনি। নিকি মিনাজ মনে করেন, ধর্মীয় কট্টরপন্থী সৌদি আরবের অবস্থান এধরনের সমর্থনের বিপরীতে।

এক বিবৃতিতে নিকি মিনাজ জানান, জেদ্দা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফেস্টে তার উপস্থিতির খবরে মানুষের প্রতিক্রিয়ার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিকি বলেন, ‘যেখানে আমি সৌদি আরবে আমার ফ্যানদের জন্য শুধু যেতে চেয়েছিলাম। কিন্তু এটা ভালোভাবে জেনে আমার মনে হয়েছে নারীদের অধিকার, সমকামি সম্প্রদায় ও বাক-স্বাধীনতাকে গুরুত্ব দেয়া আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’

সংবাদমাধ্যম বিবিসি জানায়, এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ওই কনসার্টে অংশ না নেয়ার অনুরোধ জানিয়ে চিঠি লেখে।

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ওই কনসার্টে নিকি অংশ নিচ্ছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর সৌদির অনেকেই সমালোচনা করেন। তারা বলেন, সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে নিকি মিনাজের খোলামেলা পোশাক ও গানে যৌনতা সংক্রান্ত ভাষা অগ্রহণযোগ্য।

১৮ তারিখের ওই কনসার্টে মদ নিষিদ্ধ থাকবে। এছাড়া নারীদের পরিধান করতে হবে আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক)। তবে এনিয়ে চটেছেন নারীদের একটা অংশ। তারা জানান, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। আর সেখানে উপস্থিত সৌদি নারীদের আবায়া পরতে বলা হয়েছে!


আরো সংবাদ



premium cement
পর্যটন গন্তব্য থেকে যেভাবে সন্ত্রাসের অভয়ারণ্য দেশে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড পিরোজপুরে আ’লীগ নেতার চেয়ারম্যান পদের প্রার্থীতা স্থগিত শ্রমিকের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে : আ.ন.ম শামসুল ইসলাম ইসলামপুর পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত, প্যানল মেয়রকে দায়িত্ব অর্পণ বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত স্থগিত শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে : আইনমন্ত্রী রাজশাহীতে ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি ‘বন্ডের মাধ্যমে উন্নয়ন কাজ করলে জনগণের ওপর কর চাপ কমবে’ বকশীগঞ্জে ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ৩ বকেয়ার কারণে বাংলাদেশে বিমান ভাড়া বাড়িয়েই চলছে বিদেশী এয়ারলাইন্স

সকল