২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
ভারতে মাদরাসা শিক্ষা বন্ধের রায়

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা : বাংলাদেশ খেলাফত মজলিস

-

ভারতের উত্তর প্রদেশে মাদরাসা ও ধর্মভিত্তিক শিক্ষাব্যবস্থা নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ভারতে মুসলমানদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়। ভারতের উত্তর প্রদেশের আদালত মাদরাসা ও ধর্মভিত্তিক শিক্ষাব্যবস্থা নিষিদ্ধের রায় দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিবেশ তৈরি করেছে। মুসলিম সন্তানদের হিন্দু বানানোর পাঁয়তারা করা হচ্ছে। যতই পাঁয়তারা করবেন কোনো লাভ হবে না। মুসলমানরা তাদের জীবন দিবে তবুও ঈমান হারা হবে না। তিনি ভারত সরকারকে হুশিয়ার করে বলেন, মুসলমানদের নিয়ে খেল-তামাশা বন্ধ করুন। যখন যা মনে চায় তা করবেন আর মুসলমানরা চোখ বুঝে বসে থাকবে। তা হবে না । মুসলিম উম্মাহ ভারতের মৌদি সরকারের বিরুদ্ধে জনমত ও প্রতিরোধ গড়ে তুলবে। তখন মৌদি সরকার পালাতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement