০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামেও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা

-

চট্টগ্রাম নগরে আন্দোলনের মুখে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। আগামী ১১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।
গতকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে অর্ধেক ভাড়া দিতে পারবে। শুধু চট্টগ্রাম সিটি এলাকায় অর্ধেক ভাড়া কার্যকর থাকবে। বন্ধের সময় অর্ধেক ভাড়া থাকবে না। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি যুক্ত পরিচয়পত্র থাকতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আরো সংবাদ



premium cement