২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বান্দরবানে রথ টানার মধ্য দিয়ে শেষ হলো ওয়াগ্যোয়োই পোয়ে

-

প্রবারণা পূর্ণিমার বাঁধ ভাঙা জ্যোৎস্নার আলোতে শত শত ফানুস বাতির ঝিলিক। আতশবাজিতে উজ্জ্বল রাতের আকাশ। অন্য দিকে মারমা তরুণ-তরুণীদের মুখে মুখে ফিরছে ছংরাসিহ্ ওয়াগ্যোয়োই লাহ্ রাথা পোয়ে : লাগাইমেচ (অর্থাৎ ওয়াগ্যোয়োই এসেছে, এসো সবাই মিলেমিশে রথযাত্রায় যাই)। মারমা এই গানের সুরের মূর্ছনায় মুখরিত হয়েছে বান্দরবানের পল্লীগুলো। প্রবারণা পূর্ণিমায় ওয়াগ্যোয়োই পোয়েঃ এর রথ যাত্রা উৎসবে মারমা তরুণ-তরুণীরা এই গানটি গেয়ে রথ টেনে নিয়ে যান। গতকাল সন্ধ্যায় বান্দরবান শহরের রাজার মাঠ এলাকাটি ছিল উৎসবের মিলনমেলা। মাঠ থেকে শতাধিক ফানুস বাতি উড়ানো হয়। অন্য দিকে তরুণ-তরুণীরা শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া এলাকায় রথ টানা উৎসবে অংশ নেয়।

 


আরো সংবাদ



premium cement