২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ গার্মেন্ট কর্মীর মৃত্যু

স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক
-

গাজীপুরে গ্যাসের আগুনে এক গার্মেন্ট কর্মী ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন। গত সোমবার মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গার্মেন্ট কর্মী মারা গেছেন। নিহতের নাম আবুল বাশার (২৬)। তিনি রংপুরের পীরগাছা থানাধীন পশ্চিম দাদন এলাকার শফিকুল ইসলামের ছেলে।
আবুল বাশারের চাচা মোস্তাক আহমেদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার খান মঞ্জিলের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন আবুল বাশার ও তার স্ত্রী। স্থানীয় থান্ডি প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় চাকরি করতেন আবুল বাশার। গত ৩১ জুলাই রাতের খাবার খেয়ে তারা শুয়ে পড়েন। রাত দেড়টার দিকে তাদের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের জানালাসহ বিভিন্ন মালামাল ছিটকে দূরে গিয়ে পড়ে। আগুনে ওই দম্পতি দগ্ধ হন এবং মালামাল পুড়ে যায়। স্থানীয়রা দগ্ধ আবুল বাশার ও তার স্ত্রী সোনালী বেগমকে (২২) গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে বাশার মারা যান। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। সোনালী বেগম পীরগাছা থানার মোকারমপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়।

 


আরো সংবাদ



premium cement