২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভোটার তালিকা সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে এফবিসিসিআিইকে নির্দেশ

-

ভোটার তালিকা সংশোধন চেয়ে করা আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে এফবিসিসিআিইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আবেদনকারীকে বাদ দিয়ে তৈরি করা ভোটার তালিকা কেন বাতিল করা হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আগামী ৫ মে এফবিসিসিআইয়ের ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুড স্টাফ ইমপোর্টার অ্যান্ড সাপ্লায়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন ওই পরিচালনা পর্ষদের সদস্য।
সম্প্রতি এফবিসিসিআই একটি ভোটার তালিকা প্রকাশ করেছে, যাতে আনোয়ার হোসেনের নাম বাদ দেয়া হয়েছে। এ কারণে বাণিজ্য বিধিমালা ১৯৯৪ অনুযায়ী তাদের কাছে আমরা একটি দরখাস্ত দিয়েছি। কিন্তু তারা তাতে কোনো সাড়া দিচ্ছেন না। তাদের সাড়া না পেয়ে আমরা হাইকোর্টে রিট দায়ের করেছি।
আদালত রিটের শুনানি নিয়ে আদেশে আগামী সাত দিনের মধ্যে দাখিল করা দরখাস্ত নিষ্পত্তি করতে এফবিসিসিআইকে নির্দেশ দিয়েছেন। একই সাথে রুল জারি করেছেন।


আরো সংবাদ



premium cement