৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


করোনায় মৃত্যু ৮ জনের শনাক্ত ৩৮৫

করোনার টিকা নিয়েছেন ৩১.১০ লাখ

-

করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্য ছয়জন পুরুষ ও দু’জন নারী। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন আট হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৬ হাজার ২১৬ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯৬ হাজার ৯২৪ জন।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২১৪টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৫৬৬টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৪৪ হাজার ২৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দু’জন ও ষাটোর্ধ্ব চারজন। অন্য দিকে বিভাগওয়ারি হিসেবে ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগে তিনজন মারা গেছেন।
করোনার টিকা নিয়েছেন ৩১.১০ লাখ : নিবন্ধন করেছেন ৪৩.১১ লাখ
সারা দেশে গতকাল রোববার পর্যন্ত করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নারী-পুরুষ। অপর দিকে টিকা গ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে পুরষ ২০ লাখ ১২ হাজার ১৮১ এবং নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে ৭৩৩ জন বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন। এ ছাড়া গতকাল রোববার গত ২৪ ঘণ্টায় এক লাখ ২৫ হাজার ৭৫২ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ এবং নারী ৫০ হাজার ৫৯৭ জন। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় সাময়িক অসুস্থ হয়েছেন ২২ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএসের পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন পরিচালক অধ্যাপক ডা: মিজানুর রহমান। সারা দেশে মোট টিকা গ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নিয়েছেন।
গতকাল যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন টিকা নিয়েছেন।


আরো সংবাদ



premium cement