২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনায় মারা গেছেন ৫ জন শনাক্ত ৪১০ জন

টিকা নিয়েছেন ১.৮১ লাখ
-

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন পাঁচজন। অন্যদিকে গতকাল সারা দেশে ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ৪১০ জন। গতকাল দেশে করোনার টিকা নিয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ১২ হাজার ৪৮৯ জন এবং নারীর সংখ্যা ৬৮ হাজার ৯৫০ জন। গতকাল সারা দেশে করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া অসুস্থ হয়েছেন ২৭ জন।
সারা দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। গতকাল সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট পর্যন্ত করোনা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন ৪০ লাখ ৭১ হাজার ৮৮১ জন।

বাংলাদেশে প্রতি ১০০টি নমুনা পরীক্ষার সাপেক্ষে করোনা শনাক্তের পরিমাণ ২.৬৩ শতাংশ এবং ১০০ জনে মৃত্যুবরণ করছেন ১.৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল যে পাঁচজন মারা গেছেন তাদের চারজন পুরুষ। অন্যদিকে মৃতদের পাঁচজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


আরো সংবাদ



premium cement