০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বিএনপি নেতা মুক্তিযোদ্ধা শামসুল হুদার দাফন সম্পন্ন

-

হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল হুদাকে। বৃহস্পতিবার বাদ আসর যশোর কেন্দ্রীয় ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এরপর বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে শহরের কারবালা সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেলা ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী তার কফিনে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন। বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান রাজনীতিক মুক্তিযোদ্ধা শামসুল হুদা।
সকাল থেকেই মরহুমের বাসায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়ো হন। উপস্থিত হন যশোর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট জাফর সাদিক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, আলহাজ মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম ও দলের বিভিন্নস্তরের নেতাকর্মী। জানাজার আগে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে মরহুমকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
ফুলেল শ্রদ্ধা শেষে মরহুম এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা। পুলিশের একদল চৌকস সদস্যের অংশগ্রহণে গার্ড অব অনার পরিচালনা করেন যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন।


আরো সংবাদ



premium cement