২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কাওরান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ড

-

রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল পৌনে ৭টার দিকে ভবনটির টপ ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, আগুন দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, গতকাল সকাল পৌনে ৭টার দিকে পথচারীরা ৯ তলা বিডিবিএল ভবনের টপ ফ্লোরে ধোয়া দেখতে পায়। কিছু সময়ের মধ্যে সেখান থেকে আগুনের ফুলকি বেরুতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনে ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র বলছে, প্রাথমিক তদন্তে আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫ কোটি টাকার সম্পদ। তবে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে জানা যাবে কী কারণে কিসের থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আরো সংবাদ



premium cement