০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আল্লামা শফীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করুন : মুফতি ফয়জুল্লাহ

-

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহা-পরিচালক আল্লামা শাহ আহমদ শফীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম নাজিরহাট বড় মাদরাসার শিক্ষক মুফতি হাবিবুর রহমান পরিচালক পদ নিয়ে মাদরাসার মজলিসে শূরা গৃহীত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও বে-আইনিভাবে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে প্রধান আসামি করে দেশ বরেণ্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা মনে করি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীসহ ওলামায়ে কেরামকে সমাজে হেয় প্রতিপন্ন করাই এই মামলার আসল উদ্দেশ্য। বিবৃতিতে মুফতি ফয়জুল্লাহ হেফাজত আমিরসহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা, জঘন্য ও ন্যক্কারজনক কর্মকাণ্ড ও ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বাদিপক্ষের প্রতি অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement