০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


করোনায় বাবার মৃত্যুর পর কান্না থামছে না শিশু সামাদের

-

কান্না থামছে না মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামের পঞ্চম শ্রেণীপড়–য়া সামাদের ও তার মায়ের। সামাদ ও ছোট ভাই ইমাদ ভাঙ্গারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ইমাদ প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়ে। বাবার (সানচু মিয়ার) পান সিগারেটের দোকান ছিল স্থানীয় ভাঙ্গারহাট বাজারে। অভাবের সংসার হলেও বাবা ছেলেদের বুঝতে দেননি। ধার করে সংসার চালাতেন তিনি। স্বপ্ন ছিল ব্যাংক ঋণ নিয়ে ছোট ব্যবসাকে বড় ব্যবসায় পরিণত করবেন। কিন্তু না সে স্বপ্ন পূরণ হয়নি তার। মরণঘাতক ‘করোনায়’ আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নিভে গেল। সোমবার দুপুরে মোবাইল ফোনে কথা হয় সামাদের সাথে। সামাদ জানায় বাবার রিপোর্ট আসার পূর্বে আমরা সমস্যা টের পাইনি। অনকেই সৌজন্যতা দেখিয়েছেন, খাবার দাবার পাঠিয়েছেন। পজেটিভ রিপোর্ট আসার পর পর নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। এখন আর আমাদের পাশে কেউ আসেননি। শোকাহত মা রান্না করতে পারছেন না। প্রাথমিকভাবে সামাদের মায়ের নমুনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ এসেছে। সোমবার আবার নমুনা সংগ্রহ করে নিয়েছে আবার কনফার্ম হওয়ার জন্য। কান্নাজড়িত কণ্ঠে সামাদ আরো জানায়, ভয় হচ্ছে যদি মায়ের রিপোর্ট পজেটিভ আসে তা হলে তার জীবনে নেমে আসবে চরম অমানিশা।
মরণব্যাধি সংক্রামক ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত শনিবারে সিলেট বিভাগের প্রথম ব্যক্তির মৃত্যুর হয় মৌলভীবাজারের রাজনগরে। এরপর থেকে ওই উপজেলার সর্বত্র এখন আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন মৃত ব্যক্তির গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রাম লকডাউন করেছে।

 


আরো সংবাদ



premium cement
মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক

সকল