২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শীর্ষে চলে এলেন ফাহাদ

-

এই কয় দিন এককভাবেই শীর্ষে ছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। কিন্তু গতকাল তার পাশে চলে এসেছেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। কাল সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় দাবার অষ্টম রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে নিয়াজকে ধরে ফেলেন রিফাত ও ফাহাদ। রিফাত অপর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে হারান। গত পরশু ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ড্র করেছিলেন জিয়ার সাথে। কাল এই মননকে হারিয়ে শীর্ষে চলে আসেন রাকিব। ফাহাদ জয় পান তৈয়বুর রহমানের বিপক্ষে। নিয়াজ এই রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগরের সাথে ড্র করে এককভাবে শীর্ষ স্থানটা হারান। আরেক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ড্র করেন সাতক্ষীরার ইমদাদুল হকের সাথে। অন্য ম্যাচগুলোতে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদকে, ফিদে মাস্টার জাভেদ অপর ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জিকে, ফিদে মাস্টার আমিনুল ইসলাম ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, তাহসীন তাজওয়ার জিয়া পুলিশের শরীয়ত উল্লাহকে এবং পুলিশের জামাল উদ্দিন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে পরাজিত করেন।


আরো সংবাদ



premium cement