২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ধান উৎপাদন নিয়ে কৃষিমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : ন্যাপ

-

‘বাংলাদেশে অধিক ধান উৎপাদন এখন বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে, দুই-একজন ভাবাবেগ হয়ে ধানক্ষেতে আগুন দিয়েছে’ কৃষকের কষ্টে অর্জিত ধান নিয়ে কৃষিমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা আরো বলেন, কৃষকদের প্রচেষ্টায় বাম্পার ফলন হয় বলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। অতিরিক্ত ধান উৎপাদনের ফলে সরকার নিজেকে সফল বলে দাবি করতে পারে। কৃষকের এই প্রচেষ্টায় ভাটা পড়লে সরকার আর নিজেদের কৃষি উৎপাদনে সফল বলে দাবি করতে পারবে না। সরকার এপ্রিল মাসে ধান না কিনে কৃষককে মধ্যস্বত্বভোগীদের কাছে বন্দী করে ফেলেছে। মন্ত্রীর মনে রাখা উচিত কৃষকরা উৎপাদন বন্ধ করে দিলে উন্নয়নের রোল মডেল খুঁজেও পাওয়া যাবে না।
ভাবাবেগ হয়ে নয়, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়েই ধান ক্ষেতে আগুন দিচ্ছে। তার পরিণতি সরকার কিংবা দেশবাসী কারো জন্যই শুভ হবে না, হতে পারে না।
তারা বলেন, মন্ত্রী হয়তো ভুলে গেছেন যে, বাংলাদেশ কৃষকপ্রধান ও কৃষিনির্ভর দেশ। যখন দেখি কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয় তখন কষ্ট লাগে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও কৃষকদের ধান বেশি মূল্যে ক্রয়ের ব্যবস্থা করা উচিত।

 


আরো সংবাদ



premium cement