০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


৮ম হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু ২ মে থেকে

-

তোমাকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার’Ñ এ সেøাগানকে সামনে নিয়ে মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ৮মবারের মতো শুরু হচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০১৯। আগামী ২ মে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, সাইনবোর্ড, যাত্রাবাড়ী, ঢাকায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
এতে প্রথম স্থান অর্জনকারী পাবে ওমরা হজ করার সুযোগ। ২য় ও ৩য় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে কম্পিউটার ও ১৫০০০ টাকা। ৪র্থ থেকে ১০ম স্থান অর্জনকারীর জন্য আকর্ষণীয় পুরস্কার এবং সেরা ১০০ জন প্রতিযোগীর জন্য তাহফিজ কুরআন শরীফ। এ ছাড়াও সব অংশগ্রহণকারীদের জন্য থাকছে শান্ত্বনা পুরস্কার।
শুধু ১০ পারা গ্রুপের ২০ বছর বা তার কম বয়সী ছাত্ররা অংশগ্রহণ করতে পারবেন এ প্রতিযোগিতায়। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক তাদের নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করে ফরম সংগ্রহ, প্রাথমিক বাছাই পর্বের স্থান ও তারিখ ইত্যাদি তথ্য জেনে নিতে হবে। যোগাযোগÑ হাফেজ কারি নেছার আহমাদ আন নাছিরী, চেয়ারম্যান মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ। মোবাইল : ০১৮৫৭৩০৮৬৯১। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement