৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


উজিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

-

বরিশালের উজিরপুর উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম রবু নামে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের ফুলতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রবিউল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের বাসিন্দা লালচানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশিরকুমার পাল জানান, উপজেলার ৩ নম্বর জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ঘটনায় সর্বশেষ গত ৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়। তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে জানায় চেয়ারম্যান নান্টুকে প্রকাশ্যে গুলি করে হত্যাকারী সুটার ছিল নিহত রবিউল ইসলাম। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ৮টায় অভিযান চালিয়ে রবিউলকে মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। ওসি শিশিরকুমার পাল আরো জানান, গ্রেফতারকৃত রবিউলকে থানায় নিয়ে আসার পথে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই নান্টুকে পিস্তল দিয়ে গুলি করেছে বলে স্বীকার করে। এ সময় রবিউল পুলিশকে জানায়, তাদের কাছে নান্টুর হত্যায় ব্যবহৃত আরো অস্ত্র রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে রবিউলকে সাথে নিয়ে গত সোমবার রাত পৌনে ৩টার দিকে ওই অস্ত্র উদ্ধারের অভিযানে উজিরপুরের জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের ফুলতলা এলাকায় যায় পুলিশ। সেখানে পৌঁছলেই দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় রবিউল পালানোর চেষ্টা করলে দুইপক্ষের গুলিবিনিময়ে গুলিবিদ্ধ হয়ে রবিউল নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করে।

 


আরো সংবাদ



premium cement
ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প ইউরোপের ‘গাজা’ যুদ্ধ আসছে শয়তানবাদ! পার্বত্য চট্টগ্রামে কেএনএফের উত্থান ও করণীয় রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কর্মীকে বেদম প্রহার সাধারণ সম্পাদক গ্রুপের

সকল