০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে ডা: শাহাদাত

-

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বন্দী থাকা মানে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার বন্দী থাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে। তার ওপর অমানবিক, নিষ্ঠুর ও নির্মম আচরণ করছে এই অবৈধ স্বৈরাচারী সরকার।
বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ও রোগমুক্তি কামনায় গত রোববার বাকলিয়া-কোতোয়ালি-চকবাজর চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, গণতন্ত্রকে ধ্বংস না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ল্েয অবিলম্বে নির্দলীয় নিরপে সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের মনের ভাষা বুঝার চেষ্টা করুন। অন্যথায় দেশ ও জাতি এই অবৈধ সরকারকে মা করবে না।
ডা: শাহাদাত বলেন, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, তাই আমাদের মনে ঈদের উৎসব ও আনন্দ কোনোটি নেই। ঈদ উৎসবের পরিবর্তে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগমুক্তির জন্য এতিমদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেনÑ বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, চাকসু ভিপি নাজিম উদ্দিন, সহসভাপতি মো: এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, হ্জাী মোহাম্মদ আলী, মো: আশরাফ চৌধুরী, হারুন জামান, জয়নাল আবেদীন, অধ্যাপক নুরুল আলম রাজু, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, শফিকুর রহমান স্বপন, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ছৈয়দ আহমদ, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, এস এম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম, দণি জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, নগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, প্রফেসর শাহআলম, হাজী নবাব খান, বিএনপি নেতা এস এম সাইফুল আলম, মো: শাহ আলম, এসকান্দর মির্জা, সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু, আর ইউ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সর্বদা : খাদ্যমন্ত্রী ফিলিস্তিনিদের ন্যায়বিচারে দৃঢ় থাকার আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর শ্রমিক কল্যাণে বিশাল র‍্যালি আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সস্ত্রীক ওমরা হজে যাচ্ছেন মির্জা ফখরুল শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর গাজায় অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ সত্ত্বেও সংশয় চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাফাতে ইসরাইলের অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’ : জাতিসঙ্ঘ এ সরকারের অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না : রিজভী মে দিবস উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রফতানি বন্ধ

সকল