০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


৩৬ বছর পর শীর্ষচ্যুত আনন্দ, ভারতের এক নম্বর হচ্ছে ১৭ বছরের দাবাড়ু!

৩৬ বছর পর শীর্ষচ্যুত আনন্দ, ভারতের এক নম্বর হচ্ছে ১৭ বছরের দাবাড়ু! - ফাইল ছবি

৩৬ বছর পর ভারতের সেরা দাবাড়ুর তকমা হারাতে চলেছেন বিশ্বনাথন আনন্দ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন নেমে যাবেন দ্বিতীয় স্থানে। ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষে উঠে আসবেন ১৭ বছরের ডোম্মারাজু গুকেশ। আজারবাইজানের বাকুতে বিশ্বচ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে জয়ের ফলে ভারতীয় দাবাড়ুদের মধ্যে শীর্ষ স্থান নিশ্চিত করেছেন গুকেশ। বিশ্ব দাবা সংস্থা বা ফিদের ক্রমতালিকায় অবশ্য এখনো আনন্দই শীর্ষে রয়েছেন ভারতীয়দের মধ্যে। সেপ্টেম্বরের শুরুতে ফিদে নতুন যে ক্রমতালিকা প্রকাশ করবে, তাতে শীর্ষে উঠে আসবেন গুকেশ। গত এপ্রিল মাসে ফিদের ক্রমতালিকায় প্রথম ১০০ জনের মধ্যে এসেছিলেন ১৭ বছরের গ্র্যান্ডমাস্টার।

ফিদের পরের ক্রমতালিকায় বিশ্বের প্রথম ১০ জন দাবাড়ুর মধ্যে জায়গা করে নেবেন গুকেশ। ভারতের তৃতীয় দাবাড়ু হিসেবে বিশ্বের প্রথম ১০ জনের মধ্যে আসবেন তিনি। আনন্দ ছাড়া এই কৃতিত্ব রয়েছে শুধু পি হরিকৃষ্ণের। গত জুলাই মাসে গুকেশ এলো রেটিংয়ে পিছনে ফেলে দিয়েছিলেন আর এক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। বিশ্বের সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে ২৭৫০ এলো রেটিং অর্জন করার কৃতিত্বও রয়েছে চেন্নাইয়ের বাসিন্দার।

বিশ্ব দাবায় গুকেশের উত্থানে উচ্ছ্বসিত আনন্দও। ৩৬ বছর পর ভারতীয়দের মধ্যে নিজের দ্বিতীয় স্থানে নেমে যাওয়ার আক্ষেপ নেই তার। আনন্দ বলেছেন, ‘শুধু আমাকে নয়, গত দেড় বছরে গুকেশ বিশ্বের অনেককেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে। দাবার প্রতি ওর ভালোবাসা এবং দায়বদ্ধতা দেখার মতো। সারাক্ষণ দাবা খেলতে পারে। দাবা নিয়ে প্রচুর পড়াশোনা করে। খেলার সময় সম্পূর্ণ বোর্ডের মধ্যেই থাকে ওর মন। আগেই বুঝেছিলাম ওর মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। গুকেশের মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যেগুলো সেরা খেলোয়াড়দের মধ্যে ওকে জায়গা করে দিতে পারে। ওর মনোভাব, সংকল্প, পরীক্ষা নিরীক্ষার মানসিকতা এবং ঝুঁকি নিতে পারার সাহস অনেক দূর পৌঁছে দিতে পারে। সত্যিই গুকেশ ভীষণ সাহসী খেলোয়াড়।’

এখন ফিদের ক্রমতালিকায় আনন্দ রয়েছেন নবম স্থানে। তার এলো রেটিং ২৭৫৪। গুকেশ রয়েছেন ১১ নম্বরে। ২৭ বছরের দাবাড়ুর এলো রেটিং ২৭৫১। ভারতীয় দাবাড়ুদের মধ্যে টানা ৩৬ বছর শীর্ষে থাকার পর আগামী মাসে দ্বিতীয় স্থানে নেমে যাবেন ৫৩ বছরের দাবাড়ু।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার ‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা’ অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত নানামুখী চাপে বাংলাদেশের গণমাধ্যম দুর্নীতির দায়ে ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ থমাস বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর : জাতিসঙ্ঘ

সকল