২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আকিজিয়ান নিউট্রিশন এসোসিয়েশনের আন্তঃবিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসব পালিত

- ছবি : সংগৃহীত

রাজধানীর লালমাটিয়াস্থ আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের শেখ সাবিনা আকতার অডিটোরিয়ামে ২৮ মে বিশ্ব পুষ্টি দিবসকে সামনে রেখে আকিজিয়ান নিউট্রিশন এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবারের এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের ডিন ড. একে এম মাহবুব হাসান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের চেয়ারম্যান শেখ আজিজ উদ্দিন, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাবিনা আকতার।

প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান বলেন, ক্লাবটি প্রতিষ্ঠার পর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি আয়োজন করেছে যা সত্যি প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ আজিজ উদ্দিন বলেন, সুস্বাস্থ্য একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অপুষ্টিজনিত স্বাস্থ্য সমস্যা এখনো একটি বড় সমস্যা। এই সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এক দিন এ শিক্ষার্থীরাও দেশকে অপুষ্টির হাত থেকে মুক্ত করে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা পালন করবে।

আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের প্রতিষ্ঠাতা শেখ সাবিনা বলেন, একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা ও কুসংস্কার দূর করতে সুশিক্ষার বিকল্প নেই।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফাতিমা সুরাইয়া বলেন, তরুন প্রজন্মের চোখেই আমরা সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখি।

পুষ্টি উৎসবের অন্তর্ভুক্ত ইভেন্টগুলোর মধ্যে পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়াতুল জান্নাত, ফুড ডিজাইন ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে কুলসুম সায়মা, ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ ইভেন্টে প্রথম হন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী লামিয়া হোসেন লিসা, নিউট্রি কুইজ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা সুলতানা রিমি।

আকিজিয়ান নিউট্রিশন অ্যাসোসিয়েশন (এএনএ) মূলত পুষ্টি সংঘ। জনসাধারণের মাঝে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ২০২২ সালের ১১ মে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের উদ্যোগে সংগঠনটি কার্যক্রম শুরু করে।


আরো সংবাদ



premium cement