০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে

-

৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ বুধবার প্রকাশ করা হতে পারে। বিকেলের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হতে পারে। কমিশন সভা ডাকা হয়েছে। সকাল থেকে ফলাফল প্রকাশের জন্য কাজ শুরু করা হয়েছে। কমিশনে অনুমোদন হলে তা প্রকাশ করা হবে। ৪০তম বিসিএসে কাস্টমস ক্যাডারে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে। মোট এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছিল।

ক্যাডার অনুসারে প্রশাসনে দুই শ’, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় আট শ’ জন নিয়োগ দেয়ার কথা ছিল। এসব পদের সঙ্গে বিসিএসে কাস্টমস ক্যাডারে আরো ৪০টি পদ বাড়বে বলে পিএসসি’র বিশেষ সূত্র জানিয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement

সকল