০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ফিলিস্তিন-ইউক্রেনে ক্ষতিগ্রস্তদের পাশে ফিলিস্তিনি বংশোদ্ভূত মডেল জিজি হাদিদ

জিজি হাদিদ। - ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ও ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মডেল জিজি হাদিদ।

সোমবার ইনস্টাগ্রামে তিনি এ ঘোষণা দেন। একইসাথে ফ্যাশন উইকের সব কানের দুলও দান করে দেবেন তিনি।

তিনি জানান, চলতি মাসে ফ্যাশন শোতে অংশ নিয়ে যে অর্থ তিনি পাবেন তা ওই দুই দেশের ক্ষতিগ্রস্ত নাগরিকদের দান করে দেবেন।

জানা যায়, শরৎকালীন বেশ কয়েকটি ফ্যাশন শোতে র‌্যাম্পে হাঁটবেন জিজি।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ইতিহাসের বিভীষিকাময় ও হৃদয়বিদারক একটা সময়ে আমরা একগুচ্ছ নতুন গয়না পরে মঞ্চে উঠতে যাচ্ছি। আমাদের বেশিরভাগ কাজের শিডিউলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমরা এবার অন্য কারণে হাঁটতে চাই।’

তিনি বলেন, ‘আমার বন্ধু মিকা আর্গানিয়ারাজের পদাঙ্ক অনুসরণ করে আমি শরতের সব শোর কানের দুলগুলোর দাম ইউক্রেন যুদ্ধের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য হিসেবে দেয়ার অঙ্গীকার করছি এবং একই রকম কষ্টের শিকার ফিলিস্তিনের জন্যও। যেকোনো অবিচারের ব্যাপারে আমাদের চোখ ও হৃদয় সব সময় খোলা রাখতে হবে। চলুন, রাজনীতি–জাতি–ধর্মনির্বিশেষে আমরা পরস্পরের পাশে ভাইবোনের মতো দাঁড়াই। দিন শেষে নেতারা নন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ।’

সূত্র : উর্দু নিউজ


আরো সংবাদ



premium cement