২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় আরো ৭ হাজার ৮২২ জনের মৃত্যু

- ছবি - সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে বিশ্বে আরো সাত হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩৫০ জন। ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির দেয়া তথ্য অনুয়ায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৬৫৩ জন। আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২১ লাখ এক হাজার ৪১২ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন।

এর আগে বাংলাদেশ সময় বুধবার ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরো সাত হাজার ৮২২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ৩৫০ জন।

তার আগে মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ছয় হাজার ৪৮০ জনের। শনাক্ত হয়েছিল চার লাখ ৬৫ হাজার ১৯৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে চার কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৪০৬ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৮০ হাজার ৯৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৪২২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬১ হাজার ৮৩২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ১৯ লাখ ১১ হাজার ৩৮২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১০ হাজার ৮০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৬ হাজার একজন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৩৩৮ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ১১ হাজার ৭১৩ জন। মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ৪৫৪ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।

দেখুন:

আরো সংবাদ



premium cement
এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি পিনাকীসহ দু'জনের বিরুদ্ধে চার্জশিট, একজনকে অব্যাহতির সুপারিশ সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ

সকল