০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


করোনা ভ্যাকসিন :

ভারতের নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশে পড়বে না : স্বাস্থ্য সচিব

করোনা ভ্যাকসিন : ভারতের নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশে পড়বে না : স্বাস্থ্য সচিব - ছবি : নয়া দিগন্ত

করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: আব্দুল মান্নান। আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউটের যে করোনার ভ্যাকসিন পাওয়ার কথা রয়েছে এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার দুপুরে করোনাভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বৈঠক
শেষে সচিব এ কথা জানান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, ‘আমি এইমাত্র ভারতের ডেপুটি হাইকমিশনারের সাথে কথা বললাম। তিনি জানিয়েছেন, এটা ভারতের কমার্শিয়াল অ্যাক্টিভিটিজের ওপর নিষেধাজ্ঞা। আমাদের বেলায় না। কারণ আমাদের সাথে চুক্তি হয়েছে সরকার টু সরকার। যখন আমরা চুক্তি করি ভারতীয় হাইকমিশনার নিজে উপস্থিত ছিলেন। আমাদেরটা হলো জি টু জি। আর যেটায় নিষেধাজ্ঞা দিয়েছে তাহলো তাদের ইন্টারনাল কমার্শিয়াল। এটি এখন ভারতীয় হাইকমিশন থেকে ক্লিয়ার করা হয়েছে।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অন্য কর্মকরতারা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, ‘আরেকটি বিষয় হলো, এত দিন ধরে নিজের দেশের সরকারের কোনো অনুমোদন পায়নি সিরাম ইনস্টিটিউট, রোববারই তারা পেয়েছে। এখন তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করবে। এরপর তিন সপ্তাহের মধ্যে পাবে।’

তিনি বলেন, ‘যদি তিন সপ্তাহের মধ্যে অনুমোদন নিয়ে আসতে পারে তাহলে বলা চলে আমরা ফেব্রুয়ারিতে পাবো (ভ্যাকসিন)। তাই ডিলে হওয়ার কোনো অবকাশ নেই। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো এখনো তেমন কিছু আমাদের হয়নি বলে আমি মনে করছি এবং স্যারও (মন্ত্রী) মনে করছে।’

ভ্যাকসিনের অর্থ পরিশোধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আজকেই (সোমবার) সকল ফর্মালেটি শেষ করেছি। আজকেই ইনশাল্লাহ হয়ে যাবে (পেমেন্ট)।’


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল