০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


পর্তুগালে ঈদুল আযহা পালিত

পর্তুগালে ঈদুল আযহা পালিত - নয়া দিগন্ত

যথাযোগ্য ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্যদিকে পর্তুগালে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। শুক্রবার সকালে ঈদের নামায শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং করোনা মুক্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

ঈদের দিন সকালে স্বাস্থবিধি মেনে দেশটির বিভিন্ন স্থানে ঈদের নামায অনুষ্ঠিত হয়। লিজবনের সেন্ট্রাল মসজিদে সকাল ৭ টায় ঈদের প্রথম জামাত ও ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। শহরের অদিভিলাশে খোলা মাঠে ঈদের জামাত আয়োজন করে সেখানকার মুসলমানরা। স্থানীয় স্কুল মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত হওয়ার কথা থাকলেও ব্যাপক লোকসমাগমের ফলে ঈদের জামাত শুরু হয় সকাল ৮ টায়।

পর্তুগালের আরেক বড় শহর পর্তুতে হজরত বেলাল (রা:) মসজিদে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় । দুইটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় লারেন্জাইরোতে মসজিদ আল মদিনা, মসজিদুল আল কাদরিয়াতে এবং সেতুবালের মসজিদ আঁত ত্বাকওয়াতে। তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদুল গৌছিয়া অদিভিলাশ এবং মসজিদে আবুবকর (রা:) দামাইয়াতে। একটি করে জামাত অনুষ্টিত হয় পর্তুগালের আরেক শহর কাসকাইস এবং সাকাবেইতে।


তবে বাংলাদেশী অধ্যুষিত লিজবনের মার্তিম মনিজের মসজিদগুলোতে অনুষ্ঠানিক ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।


আরো সংবাদ



premium cement