০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। - ছবি : এএফপি

ইরাকের সুলাইমানিয়া শহরের একটি আবাসিক এলাকায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবারের এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।

বিস্ফোরণে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

সুলাইমানিয়ার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, হতাহতদের খোঁজে ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

উত্তর ইরাকের কুর্দিস অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে সংঘটিত বিস্ফোরণ থেকে সংঘটিত অগ্নিকাণ্ড পরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে।

শহরটির জরুরি সেবা বিভাগের প্রধান সামান নাদের জানিয়েছেন, ‘একটি ট্যাকের লিক থেকে’ এ বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কয়েকটি বাড়ি এবং অন্তত পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে রান্নার গ্যাস সিলিন্ডার বসানো হয়েছিল।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement