২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আল-আকসা ও জেরুসালেমের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবি, হামাসের প্রত্যাখ্যান

ফিলিস্তিনের আল-আকসা মসজিদ - ছবি : সংগৃহীত

আল-আকসা মসজিদ ও জেরুসালেম শহরের ওপর ইসরাইল সার্বভৌমত্ব দাবি করার পর হামাস তা প্রত্যাখ্যান করেছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ফিলিস্তিনের জেরুসালেম শহর ও আল-আকসা মসজিদের ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরাইলের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস।

এ বিবৃতিতে হামাসের রাজনৈতিক বিভাগের সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, এ ধরনের মন্তব্যে ফিলিস্তিনিদের পবিত্র অধিকার ও আল-আকসা মসজিদের ওপর জর্ডানের অভিভাবকত্বের লঙ্ঘন। এটা আন্তর্জাতিক রীতি-নীতি ও আইনবিরোধী।

হামাসের এ নেতা বলেন, আমরা আবারো জোর দিয়ে বলছি যে দখলদার ইসরাইলি সরকারের এমন কোনো অধিকার নেই যার ওপর ভিত্তি করে তারা আল-আকসা ও জেরুসালেমের ওপর সার্বভৌমত্ব দাবি করে।

তিনি আরো বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের এমন উক্তি মূলত আল-আকসা ও জেরুসালেমের ওপর দখলদারিত্ব আরোপের মরিয়া প্রচেষ্টা, এটা অবশ্যই ব্যর্থ হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement