০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আবারো শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা করল ইসরাইল

গ্যাস সিলিন্ডার নিক্ষেপ করে নিজেদের বাড়ি ধ্বংস করার কথা বলেছে সালহিয়া পরিবার - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পবিত্র জেরুসালেম আল-কুদস শহরের শেখ জাররাহ এলাকা থেকে আবারো ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা করেছে ইসরাইল। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

সোমবার শেখ জাররাহ এলাকা থেকে এক ফিলিস্তিনি পরিবারকে তাৎক্ষণিকভাবে বের করে দেয়ার চেষ্টা করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এ সময় ওই ফিলিস্তিনি পরিবারেরর এক সদস্য ছাদে উঠেন এবং ওপর থেকে গ্যাস সিলিন্ডার নিক্ষেপ করে তার নিজের বাড়ি ধ্বংস করার কথা বলেন। কারণ, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মাধ্যমে উচ্ছেদ হওয়ার চেয়ে নিজের বাড়ি ধ্বংস করাকে শ্রেয় মনে করেন তিনি।

পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকার ওই সালহিয়া পরিবারের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি পুলিশ। এ পরিবারের ৪০ সদস্য এখানে বাস করেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাদের এ বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সালহিয়া পরিবারের কয়েকজন সদস্য ইসরাইলি পুলিশের এমন আদেশ অগ্রাহ্য করে। এরপর তারা গ্যাস সিলিন্ডার সাথে নিয়ে বাড়ির ছাদে উঠেন। তারা নিজেদের হাতে হাত রেখে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় এক ইসরাইলি তাদের কাছে আসে এবং তাদের নিচে নেমে আসতে বোঝায়।

এ বিষয় ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই পরিবারের মাহমুদ সালহিয়া তাদের উচ্ছেদ করতে আসা ইসরাইলি নিরাপত্তা বাহিনীকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, যদি তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়, তাহলে তিনি নিজের শরীরে নিজে আগুন দিবেন।

এরপর বিকালের দিকে ইসরাইলি পুলিশ ওই সালহিয়া পরিবারের বাড়ির আশেপাশে ব্যারিকেড দেন। এছাড়া সালহিয়া পরিবারের বাড়ির আশেপাশে যত রাস্তা আছে তাতেও ব্যারিকেড দেন তারা।

এ ঘটনার বিষয়ে সালহিয়া পরিবারের সদস্য আবদুল্লাহ ইকারমাভি তার বাড়ির ছাদ বলেন, আমরা ১৯৫০ সাল থেকে এ বাড়িতে বসবাস করছি। আমরা ইসরাইলি নিরাপত্তা বাহিনী কর্তৃক উচ্ছেদ হয়ে এখান থেকে চলে যেতে চাইনা।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
ভ্যান চালক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী দু’টি পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী একটি ভ্যানের জন্য হত্যা : জয়পুরহাটে ৩ জনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতাল খালি রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন

সকল