০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


গাজার করোনা টেস্ট সেন্টারে ইসরাইলি হামলা

গাজার করোনাভাইরাস টেস্টিং সেন্টার - ছবি : স্টেট অব প্যালেস্টাইন/টুইটার

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর সোমবারের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির একমাত্র করোনাভাইরাস সংক্রমণ টেস্ট সেন্টার। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ রয়েছে সেন্টারের কার্যক্রম।

মঙ্গলবার জাতিসঙ্ঘে ফিলিস্তিনি মিশনের টুইটার একাউন্টে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

টুইট বার্তায় বলা হয়, 'এই সকালে গাজায় কোভিড-১৯ টেস্টিং ও টিকাদান কার্যক্রম প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।'

এতে আরো বলা হয়, হামলার পর গাজায় একমাত্র করোনাভাইরাস সংক্রমণ টেস্টিং সেন্টারটির কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুসারে গাজা উপত্যকায় এক লাখ পাঁচ হাজার নয় শ' ৭৪ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মোট নয় শ' ৮৬ জনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement