২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইরাকের ২ তেলকূপে উগ্রবাদীদের বোমা হামলা

কিরকুক শহরের কাছের একটি তেলক্ষেত্রে আগুন জ্বলছে - ছবি সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের কাছে অবস্থিত দুটি তেলকূপে বোমা হামলা চালিয়েছে উগ্রবাদীরা। হামলার পর ওই এলাকায় আগুন ধরে যায়।

বুধবার ইরাকের তেল বিষয়ক কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বোমা হামলার কারণে বাই হাসান তেলেক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি।

তেলকূপের কাছে যে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল তাতে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উগ্রবাদীরা পাশের একটি নিরাপত্তা পোস্টেও হামলা চালায়। এতে এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র বলছে, নিরাপত্তা পোস্টে হামলার অর্থ হচ্ছে-পুলিশকে ব্যস্ত রেখে সন্ত্রাসীদেরকে পরিকল্পনা মতো ভেতরে ঢুকিয়ে তেলক্ষেত্রে বোমা হামলার সুযোগ করে দেয়া।

এদিকে ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বোমা হামলার পর দুটি কূপেই তেল উত্তোলন বন্ধ ছিল।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement