০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


'ইহুদির কাছে ফিলিস্তিনি জমি বিক্রি করলে দাফন করা হবে না'

শেখ ইকরামা সাবরি - ছবি : সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনের জেরুসালেমের আল-আকসা মসজিদের খতিব ও জেরুসালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরামা সাবরি বলেছেন, যেসব ফিলিস্তিনি মুসলিম বাসিন্দা তাদের জমি ইসরাইলি ইহুদিদের কাছে বিক্রি করবেন তাদের মুসলিম কবরস্থানে দাফন করা হবে না। বৃহস্পতিবার পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের কাছ থেকে এক ইহুদি সংগঠনের কেনা ১৫ অ্যাপার্টমেন্টে নতুন ১৫ ই্হুদি পরিবারের অভিবাসনের পর তিনি এই ফতোয়া জারি করেন।

আতেরেত কোহানিম নামের ওই ইহুদি সংগঠন পূর্ব জেরুসালেমের সিলওয়ান মহল্লায় ওই ১৫ অ্যাপার্টমেন্ট কিনে নেয়। সংগঠনটি পূর্ব জেরুসালেমে ইহুদি উপস্থিতি বাড়ানোর জন্য কাজ করে আসছে।

ফতোয়ায় একইসাথে ইহুদিদের কাছে জমি বিক্রি করা ব্যক্তিদের সাথে ব্যবসায়িক ও বৈবাহিক সম্পর্কে স্থাপনের নিষেধ করা হয়।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর পাহারায় ইহুদি পরিবারগুলোকে সিলওয়ানের ফিলিস্তিনিদের কাছ থেকে কিনে নেয়া তিনটি ভবনে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে বৃহস্পতিবার আতেরেত কোহানিমের কাছে অ্যাপার্টমেন্ট বিক্রি করার জন্য তিন পরিবার তাদের ছেলেদের তাজ্য করেছে।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement