০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


খুলে দেয়া হচ্ছে আল-আকসা মসজিদ

খুলে দেয়া হচ্ছে আল-আকসা মসজিদ - ছবি : সংগৃহীত

জেরুসালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ঈদ-উল-ফিতরের ছুটি শেষে খুলে দেয়া হবে। মসজিদ কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় দুই মাস আগে এটি বন্ধ করে দেয়া হয়েছিল ।

মসজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, ঈদ-উল ফিতরের ছুটি শেষে মসজিদুল আকসা খুলে দেয়া হবে। সংক্রমণের হার কিছুটা কমে আসায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। মসজিদের বহিরাঙ্গনে নামাজের অনুমোদন দেয়া হলেও, ভেতরে প্রবেশের অনুমোদন দেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ মার্চে প্রথম দিকে করোনা মহামারীর কারণে প্রথমবারের মতো বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।

মসজিদুল আকসার পরিচালক ওমর-আল-কিশওয়ানি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ধর্মীয় উপাসকদের উপর কোনো বিধিনিষেধ দেয়া হবে বলে আমি মনে করছি না। তবে খুলে দেয়ার বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement