০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশ-ভারত সম্পর্ক

-

অতি সম্প্রতি ভারত কোনো পূর্বাভাস ছাড়াই আবারো আমাদের দেশে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে সরকার ও সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। এ ছাড়া আমাদের দেশ থেকে রফতানিযোগ্য কোনো কোনো পণ্যে ভারত বাড়তি শুল্ক আরোপ করেছে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অথচ বর্ষা মওসুমে ভারত ফারাক্কা বাঁধ খুলে দেয়ার মতো ঘটনাও ঘটিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এতে এ দেশের সাধারণ মানুষের কাছে ভারত সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছায়। ভারত বাংলাদেশের কাছে যখন যা চেয়েছে, বাংলাদেশ দ্রুত ও ইতিবাচকভাবে তাতে সাড়া দিয়েছে। তাই বর্তমান বাস্তবতায় ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কৌশলগত দিক নিয়ে হয়তো নতুন করে ভাবার সময় এসেছে।
মো: সাকিবুল হাসান সজীব
মিরপুর, ঢাকা

 


আরো সংবাদ



premium cement