২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মোবাইল টাওয়ার স্থানান্তর

-

বিগত ১৭ অক্টোবর ২০১৯ সালে হাইকোর্টের রায়ে নির্দেশ দেয়া হয়েছিলÑ ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত মোবাইল টাওয়ার চার মাসের মধ্যে বসতিহীন স্থানে সরাতে হবে। সে হিসাবে, এই ১৫ ফেব্রুয়ারির মধ্যে ওই মোবাইল টাওয়ার সরানোর চূড়ান্ত সময়সীমা ছিল। অথচ এখনো সাতক্ষীরা শহরে অবস্থিত বসতিপূর্ণ এলাকা, হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল-কলেজ, কিন্ডারগার্টেন, কাঁচাবাজার, মসজিদ-মাদরাসা, সরকারি-বেসরকারি অফিস এলাকায় বহাল তবিয়তে মোবাইল টাওয়ারগুলো রয়েছে। এগুলো তেজস্ক্রিয়তা ছড়িয়ে জনস্বাস্থ্যের প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। টাওয়ারের বেশির ভাগই বাড়ির ছাদ ও হাসপাতাল সংলগ্ন। ফলে স্বাস্থ্য অধিদফতর এবং পরিবেশ অধিদফতরের তদন্ত রিপোর্টের কার্যকারিতা দেখা যায় না। জনগণ (শিশুসহ) তেজস্ক্রিয়তার হুমকির আওতায়। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা চর্মরোগে, চুরোগে, রক্তচাপ, শ্বাসকষ্ট, হার্টের দুর্বলতা ( বুক ধড়ফড়ানি) ইত্যাদি ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। মোবাইল টাওয়ার কোম্পানি এ বিষয়কে আদৌ গুরুত্ব দেবে কি না জনগণ জানে না। কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আমিনুল হাকিম
পলাশপোল, সাতক্ষীরা


আরো সংবাদ



premium cement