০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রবীণদের সম্মান করুন

-

আজকাল আমাদের সমাজে প্রবীণদের সম্মান করা হয় না। তাদের সাথে শোভন ভাষায় কথা বলা হয়। অনেক যুবক আছে যারা প্রবীণদের বোঝা এবং হেয় মনে করে। তাদের সাথে তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলে। রাস্তাঘাটে চলার সময় তাদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। প্রবীণেরা যে সমাজে সম্মানের পাত্র, সে কথা কিছু মানুষ মোটেও কানে তোলে না। যানবাহনে চলার সময় যদি দেখি প্রবীণেরা বসার সিট পাননি, আমাদের উচিত নিজে সিট ছেড়ে তাদের বসতে দেয়া। আমাদের সবার উচিত, তাদের প্রতি সদয় হওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, অন্তত সালাম দেয়া এবং তাদের বিপদে-আপদে পাশে থাকা। তাদের যথেষ্ট সম্মান করা জুনিয়রদের গুরুদায়িত্ব।
মকবুল হামিদ
চাঁদপুর


আরো সংবাদ



premium cement