০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


নরসিংদীতে বিশ্ববিদ্যালয়

-

ঢাকা বিভাগের একটি জেলা হলো নরসিংদী। এখানে প্রাচীন শিল্প ও সংস্কৃতির নিদর্শন রয়েছে। এ জেলায় শিক্ষার হার ঢাকা বিভাগের অন্যান্য জেলার চেয়ে বেশি। এ বছর সারা দেশে একটি সেরা কলেজ হিসেবে নাম রেখেছে এখানকার আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। এখানে দূর-দূরান্ত থেকেও শিক্ষার্থীরা এসে পড়ালেখা করে। তা ছাড়া নরসিংদীতে রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং বেসরকারি মেডিক্যাল কলেজও স্থাপনের প্রক্রিয়াধীন। এত কিছু থাকার পরে, আমাদের প্রাণপ্রিয় এ শহরে আজো কোনো বিশ্ববিদ্যালয় নেই। নরসিংদী জেলা থেকে প্রতি বছর হাজারের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। দেশের অপর প্রান্তেও নরসিংদী এলাকার মানুষ পড়ালেখার জন্য ছুটে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে আকুল আবেদন, নরসিংদীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকার তথা দেশের শিক্ষা ও গবেষণা খাতকে এক ধাপ এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করুন।
মেহেদী হাসান মাসুদ
অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


আরো সংবাদ



premium cement