০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ঝুঁঁকিমুক্ত সড়ক চাই

-

চাঁদপুর জেলার পুরান বাজার ও নতুন বাজারের মধ্যবর্তী সেতুর দণি-পশ্চিম পাশে সড়কের ওপর ইট-পাথর সরে গিয়ে এক ভয়ঙ্কর গর্তের সৃষ্টি হয়েছে। দিনের পর দিন এ গর্তটি আরো বড় হচ্ছে। দিনে কয়েক হাজার গাড়ি ওই সড়কে চলাচল করে। চালকেরা এ সড়ক দিয়ে গাড়ি চালাতে ভয় পান। কারণ যেকোনো সময় চাকা উল্টে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। মহাসড়ক হওয়ার কারণে হাজার হাজার মানুষ এতে চলাফেরা করে থাকেন। মহাসড়কে গর্ত হওয়ার কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয়। সেতুটি নদীর দুই পাশের মধ্যে যোগাযোগের মাধ্যম। আরো লণীয়, সড়কের ওই স্থানটি যানবাহনের টার্নিং। এটি মেরামত না করলে দিনের পর দিন গর্তটি আরো ভয়ঙ্কর রূপ নিয়ে ঘটবে দুর্ঘটনা। তাই প্রশাসনসহ পৌরমেয়রের কাছে আবেদন, দ্রুত মহাসড়কটি মেরামতের ব্যবস্থা করে দুর্ঘটনা থেকে বাঁচতে সাহায্য করুন।
মকবুল হামিদ, সদর, চাঁদপুর।


আরো সংবাদ



premium cement