২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন দ্রুত বাস্তবায়নের দাবি

বাকৃবি পশুপালন অনুষদের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন - ছবি : সংগৃহীত

‘স্মার্ট এনিম্যাল হাজবেন্ড্রি, স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামীকাল (১৪ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৪।

দিবসটি উপলক্ষে বুধবার (১৩ মার্চ) বাকৃবি পশুপালন অনুষদের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দ্রুত এনিম্যাল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩ বাস্তবায়নের দাবি তুলে ধরেন পশুপালন দিবস-২০২৪ উৎযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম মাসুম।

লিখিত বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মাসুম আরো বলেন, প্রাণিসম্পদ খাত এখন শুধু সম্ভবনাময় ও লাভজনক শিল্পই নয় বরং পরিবেশের ভারসাম্য, আত্ম-কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনের একটি মৌলিক হাতিয়ার। এ সম্পদের সুষ্ঠু ব্যবহার, আধুনিক ও বিজ্ঞানসম্মত এনিম্যাল হাজবেন্ড্রি প্র্যাক্টিসের মাধ্যমে দেশের মানুষের আমিষের অভাব দুরীকরণ, বেকার সমস্যা সমাধান এবং সর্বোপরি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। উচ্চ উৎপাদনশীল গবাদিপশুর জাত উদ্ভাবন, পশু খাদ্যের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, প্রাণিজাত পন্যের প্রক্রিয়াজাতকরন, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণ, বাজারজাতকরণ, রফতানিমুখী শিল্পের সম্প্রসারণ, রোগ প্রতিরোধ ও সংশ্লিষ্ট গবেষণার মাধ্যমে প্রাণিসম্পদের বহুমাত্রিক উৎকর্ষ সাধনে এনিম্যাল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের ভূমিকা যে ভ্যানগার্ডের মতো তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। ২০১৩ সাল হতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৪ মার্চ দিনটি এনিম্যাল হাজবেন্ড্রি দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় এ বছর বাকৃবিতে পশুপালন দিবস আয়োজিত হতে যাচ্ছে।

দিবসটি উদযাপনে বৃহস্পতিবার দুপুর ১টায় অনুষদীয় ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এরপর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে‘বৈশ্বিক দৃষ্টিতে এনিম্যাল হাজবেন্ড্রি শিক্ষা এবং পেশাগত আইন ও কর্তৃপক্ষ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জাকির হোসেন আকন্দ ( অব:)। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এস জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) মহাসচিব ড. অসীম কুমার দাস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: হারুন-অর-রশিদ।

পশুপালন অনুষদের আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পশুপালন দিবস-২০২৪ উৎযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: আল-মামুন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. রাখী চৌধুরী এবং পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ইতিহাসের উষ্ণতম এপ্রিল দেখল মিয়ানমার আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব

সকল