২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


শামীম ইস্কান্দারের মামলার শুনানি ২৯ মে

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি আগামী ২৯ মে নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

শামীম ইস্কান্দারের পক্ষে আবেদন করেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

মামলার বিবরণে জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু, সে নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রমনা থানায় দুদক আইনের মামলা করে দুদক। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।

২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা আবেদন শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসেন খালেদা জিয়ার ছোট ভাই ও তার স্ত্রী। আজ যার শুনানির দিন ধার্য ছিল।


আরো সংবাদ



premium cement