২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

- ছবি - সংগৃহীত

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান এ মামলা করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

বাদিপক্ষের আইনজীবী ইশরাত হাসান বিবিসি বাংলাকে বলেছেন, আদালত ‘তামিমা সুলতানার স্বামী’ রাকিব হাসানের জবানবন্দী গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

মার্চের ৩০ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে পিবিআইকে।

রাকিব হাসান তামিমা সুলতানাকে তার স্ত্রী দাবি করে গত কয়েকদিন ধরে গণমাধ্যমে কথা বলে আসছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে।

গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোঁরায় তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

কী আছে মামলার আবেদনে?

মামলার আবেদনে বলা হয়েছে, রাকিব হাসান ও তামিমা সুলতানা ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ এক টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় যার বয়স এখন আট বছর।

পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা ১০ মার্চ ২০২০ সালে সৌদি আরবে গিয়ে করোনার কারণে আর দেশে ফিরতে পারেননি।

তবে এ সময়েও রাকিব হাসানের সাথে তার যোগাযোগ ছিলো বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

ইশরাত জাহান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার ‘কথিত বিবাহের’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদির নজরে আসে উল্লেখ করে মামলার আবেদনে বলা হয়, বাদি এ ছবি দেখে হতবাক হয়ে যান।

মামলায় বলা হয়, ‘১নং আসামি (তামিমা সুলতানা) বাদি (রাকিব হাসান) এর সাথে বিবাহের সম্পর্ক চলমান থাকাবস্থায় ২নং আসামির (নাসির হোসেন) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।’

তবে ক্রিকেটার নাসির হোসেন বা তার সদ্য বিবাহিত স্ত্রীর দিক থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে থানায় একটি জিডি করেছিলেন রাকিব হাসান।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement