০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির সাথে বৈঠক

কাতারে শ্রমিক নিয়োগের বিষয় তুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত

-

কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও শ্রমিকদের বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির শ্রম মন্ত্রণালয়ের অ্যাসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি হাসান আল ওবাইদলির সাথে বৈঠক করেছেন। বৈঠকে দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর করা নিয়ে আলোচনা হয়। গত ১৫ মে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
দূতবাস সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন দেশটিতে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ওয়েবিনার আয়োজনসহ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম কাতারের শ্রম মন্ত্রণালয়ের অ্যাসিস্টেন্ট আন্ডার সেক্রেটারি ওবাইদলির কাছে তুলে ধরেন।
এ সময় তিনি কাতারে অবস্থানরত এবং কাতারে আসতে আগ্রহী বাংলাদেশীদের করনীয়-বর্জনীয়, স্থানীয় নিয়ম-কানুন ইত্যাদি বিষয় নিয়ে দূতাবাস কর্তৃক প্রণীত প্রবাস নির্দেশিকার একটি কপি ওবাইদলির হাতে তুলে দেন। এ সময় অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি করোনা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সরাসরি অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার কথা বলেন।
বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধাদক্ষ কর্মী জোগান দিতে সক্ষম। তিনি বলেন, কাতারের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এ ক্ষেত্রে তাদের নিয়োগের বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত কথা বলেন। এ সময় বাংলাদেশে অনুষ্ঠিতব্য দুই দেশের মন্ত্রীপর্যায়ের জয়েন্ট কমিটির মিটিং করা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শ্রম সম্পর্কবিষয়ক বিভাগের পরিচালক শেখা মোহাম্মদ আল খাতের, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব (শ্রম) তনময় ইসলাম উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ ইউক্রেনে ইস্টার প্রার্থনার মাঝে ড্রোন হামলা, রণাঙ্গনে রাশিয়ার সাফল্য দাবি যে সব কারণে করের বোঝা বাড়তে পারে আগামী বাজেটে প্রেসিডেন্ট বাইডেনের ‘জেনোফোবিক’ বক্তব্য নিয়ে ভারত-জাপানের আপত্তি আ’লীগ নেতাকে কটুক্তি, ছাত্রলীগ সভাপতিকে শোকজ ইসরাইলের হামলা অব্যাহত রাখার ঘোষণা, গাজার যুদ্ধবিরতি আলোচনা শেষ সোনা পাচার, ‘অপমানিত’ হয়ে পদত্যাগ আফগান কূটনীতিকের নেপালের নোটে মানচিত্র, ভারতের তীব্র আপত্তি ইনসুলিন দিয়ে ১৭ রোগী হত্যা, মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন

সকল