০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সূচকের সাথে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

-

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও লেনদেন উভয় বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ক’টি মূল্যসূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অবশ্য দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।
এ দিন লেনদেনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। কিন্তু লেনদেনের সময় ১০ মিনিট পার হতেই একের পর এক প্রতিষ্ঠানের দাম কমতে থাকে। এতে একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে যায়। অবশ্য ১০ মিনিটের ব্যবধানে আবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। পতন থেকে বেরিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। ফলে ঊর্ধ্বমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
এতে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে পতনের তালিকায় স্থান করে নিয়েছে ৬৩টি। আর ১১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৬ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩০ কোটি ৩৫ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ২১৫ কোটি ৬৭ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির ৫৮ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ ব্রিটিশ আমেরিকান টোবাকো, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
ব্লক মার্কেট : গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ১ কোটি ১৬ লাখ ৮২ হাজার ৯৫৪টি শেয়ার ৪৩ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৭ কোটি ৬০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৬৪ লাখ ৬১ হাজার টাকার ইউনিলিভারের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। এ ছাড়া আমান ফিডের ৮ লাখ ৫৩ হাজার টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ১১ লাখ ৫৩ হাজার টাকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৪ লাখ ৩৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১১ লাখ ৬৬ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ২০ লাখ ৮৮ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৮ লাখ ৪৯ হাজার টাকার, জেনেক্সের ৩৭ লাখ ৫০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৫ লাখ টাকার, কোহিনুর কেমিক্যালের ১৬ লাখ ৭২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১৮ লাখ ১২ হাজার টাকার, এমজেএলবিডির ১৩ লাখ ৬০ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ৪ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৬ লাখ ১ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৩৪ হাজার টাকার, সমতা লেদারের ৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮ হাজার টাকার এবং জাহিনটেক্সের ৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রোববার চার কোম্পানির লেনদেন বন্ধ থাকবে : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন আগামী রোববার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি চারটি হলো : এসএস স্টিল, ইনটেক, বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি চারটির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর আগামী সোমবার কোম্পানি চারটির শেয়ার লেনদেন শুরু হবে।


আরো সংবাদ



premium cement
সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে

সকল