০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মিনেসোটার কৃষ্ণাঙ্গ খুন, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

বিক্ষোভকারীদের দেয়া আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র -

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফোয়েড পুলিশ কর্তৃক হাঁটুচাপা দিয়ে মারার ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো যুক্তরাষ্ট্র। করোনার কারণে লকডাউন সত্ত্বেও শুক্রবার পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়েন হাজারো মানুষ। ঘেরাও করা হয় হোয়াইট হাউজ, সিএনএন কার্যালয়। জ্বালিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি, হামলা করা হয় পুলিশ স্টেশন, আগুন দেয়া হয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে। বিক্ষোভের ক্ষীপ্রতা থামাতে শুক্রবারেই আটক করা হয় পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে। পাশাপাশি খুনের দায়ে অভিযুক্ত করা হয় তাকে।
নিউ ইয়র্ক টাইমসসহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বেরিয়ে এসেছে, ডেরেক ও ফয়েড একই নাইটক্লাবে নিরাপত্তার দায়িত্ব একসাথে পালন করেছেন। প্রশ্ন উঠছে তা হলে কি প্রতিহিংসার কারণেই ওই কৃষাঙ্গকে হত্যা করা হয়েছে। নিঃশ্বাস নিতে না পারার কথা বারবার জানানোর পর এবং নিজেকে ছাড়ানোর জন্য আগ্রাসী না হওয়ার পরও ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে একজন মানুষকে কেন হাঁটুচাপা দিয়ে রেখেছিলেন ডেরেক, সেটি আলোচিত হচ্ছে বেশি। তৃতীয় মাত্রার খুনের দায় কেন দেয়া হলো তাকে, সে প্রশ্নও তুলছেন মানবাধিকার কর্মীরা। তৃতীয় মাত্রার খুন মানে খুনি ইচ্ছা করে এ খুন করেনি। এ আইনে মিনেসোটায় সাজা সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড। বিক্ষোভকারীদের মধ্য থেকে দাবি উঠেছে তাকে প্রথম মাত্রার খুনের দায়ে অভিযুক্ত করতে হবে।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মীরা বলছেন, একজন মানুষকে ৯ মিনিটের মতো হাঁটুচাপা দিয়ে মারা হলো। ফয়েড নিশ্চল হয়ে যাওয়ার পরও ২ মিনিট ৫৩ সেকেন্ড তাকে হাঁটুতে চাপা দিয়ে রাখা হয়। এটি একটি প্রতিহিংসাজনিত হত্যা। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ফয়েডের পরিবারের সদস্যরা ডেরেকের গ্রেফতার ও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনায় সন্তোষ প্রকাশ করলেও কেন এ খুনের ঘটনায় আসামির বিরুদ্ধে প্রথম মাত্রার খুনের অভিযোগ আনা হলো না, সে প্রশ্ন তুলেছেন। প্রথম মাত্রার খুনে সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে।
এ খুনের প্রতিবাদে ডেরেককে তালাক দেয়ার কথা জানিয়েছেন তার স্ত্রী কেলি চৌভিন। এ দিকে এ হত্যাকাণ্ডের পর ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ আন্দোলন যুক্তরাষ্ট্রজুড়ে তীব্রতার হচ্ছে। আন্দোলন তীব্রতর করতে অনেকে ছুটছেন মিনোসোটার দিকে। দু-এক দিনের মধ্যে নিউ ইয়র্কেও মুসলিম কমিউনিটির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হবে বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা।

 


আরো সংবাদ



premium cement
শ্রমিকের ন্যায্য দাবি মেনে নিতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান গাজায় যুদ্ধ বন্ধে রাজি হবো না : ব্লিনকেনকে নেতানিয়াহু আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করেই ভোট প্রচারে মোদি বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের নিপীড়িতরাই বিজয়ী হ‌বে : রিজভী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতারা হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি

সকল