০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ময়নামতি যুদ্ধ সমাধিতে ১০ রাষ্ট্রদূতের শ্রদ্ধা জ্ঞাপন

-

দ্বিতীয় বিশ^যুদ্ধে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে গতকাল শুক্রবার সকালে শ্রদ্ধা জানান বাংলাদেশসহ ১০ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এ সময় সেখানে সৈনিকদের করুণ বিউগলের সুর বেজে ওঠে।
কমনওয়েলথ দিবস উপলক্ষে প্রতি বছর ৯ নভেম্বর কুমিল্লার ময়নামতি সেনানিবাসসংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ফরিজপুর এলাকায় দ্বিতীয় বিশ^যুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র ময়নামতি ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানাতে আসেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা।
শুক্রবার দিবসটিকে স্মরণে রেখে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানভের নেতৃত্বে বাংলাদেশসহ ১০টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা ময়নামতি ওয়ার সিমেট্রিতে আসেন। এ সময় তারা নিহতদের স্মরণে সমাধির পশ্চিম পাশে ক্রুশবিদ্ধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তখন ময়নামতি সেনানিবাসের একদল চৌকস সৈনিকের বিউগলের সুর বেজে ওঠে। পরে তারা ওয়ার সিমেট্রি ঘুরে দেখেন। উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা হলেনÑ জার্র্মানের রাষ্ট্রদূত পিটার তাহরু হলতি, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বাউরদিন, জাপানের রাষ্ট্রদূত হিরু ইয়াসু ইজুমি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট, কানাডার রাষ্ট্রদূত বেনয়িট প্রিফনটেইন, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিশান্তি ডি সিলভা, আমেরিকান দূতাবাসের প্রতিনিধি জুয়েল বিফম্যান, ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ব্রিগেডিয়ার জে এস চিমাসহ অন্যরা।
বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল তাবরেজ আহমেদ, শামস চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ ছাড়া বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর সালেহী ইমন, বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস উপস্থিত ছিলেন।
দ্বিতীয় বিশ^যুদ্ধে নিহত ৭৩৮ জন সৈনিককে ময়নামতি সমাধিতে সমাহিত করা হয়।


আরো সংবাদ



premium cement