কেসিসি নির্বাচন : প্রার্থী হওয়ায় বিএনপির ৮ নেতাকে শোকজ
- খুলনা ব্যুরো
- ০২ জুন ২০২৩, ১৯:২৭

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির আট নেতাকে শোকজ করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজ পাওয়া নেতারা হলেন- ৫ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন তোতন, ১৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, ২২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: মাহবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: শমসের আলী মিন্টু, ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী ও সাবেক কাউন্সিলর মুহা: আমান উল্লাহ আমান, সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কাজী ফজলুল কবির টিটো ও ১৪ নম্বর ওয়ার্ডে মুশফিকুস সালেহীন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের কেন্দ্রীয়ভাবে শোকজ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা