২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আমি নিজের চোখে মা'কে দেখেছি : মরিয়ম মান্নান

আমি নিজের চোখে মা'কে দেখেছি : মরিয়ম মান্নান - ছবি : সংগৃহীত

২৯ দিন পর খুলনার মহেশ্বরপাশা থেকে রহিমা বেগম নিখোঁজের প্রাথমিক রহস্য উন্মোচন হলো। শনিবার রাতে রহিমাকে ফরিদপুর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মরিয়ম মান্নান মাকে ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো...

‘এই মাত্র দূর থেকে আমি আমার মাকে খুলনা ভিকটিম সেন্টারে দেখলাম। আমি আমার মা'কে খুঁজেছি, পেয়েছি। আমার কলিজা শান্ত হয়েছে।আজকে উনত্রিশদিন পরে আমি জানলাম আমার মা ভিকটিম সেন্টারে আছেন। আমি নিজের চোখে মা'কে দেখেছি। এটাই আমার শান্তি। এর থেকে শান্তি আমার আর কিছুই নেই। আমি চাই আমার মায়ের সাথে কথা বলতে,আমি চাই আমার মাকে জড়িয়ে ধরতে’

‘ধন্যবাদ স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, ধন্যবাদ RAB 6, ধন্যবাদ PBI, ধন্যবাদ খুলনার পুলিশ, ধন্যবাদ প্রশাসন'কে এবং ধন্যবাদ প্রশাসনিক সকলকে যারা আমার মা'কে উদ্ধারে কাজ করেছেন।’

‘আরও ধন্যবাদ আমার প্রিন্সিপাল স্যারকে, ধন্যবাদ Camellia Alam মিসকে, ধন্যবাদ Arik Morshed ভাইয়াকে, ধন্যবাদ Anjuman Parvin Ovi আপুকে, ধন্যবাদ Warda Ashraf আপুকে, ধন্যবাদ রাশিদা আপাকে, ধন্যবাদ লীনা আপাকে, ধন্যবাদ Naripokkho নারীপক্ষ কে, ধন্যবাদ বাংলাদেশ মানবাধিকার সংস্থাকে, ধন্যবাদ মহিলা পরিষদকে, ধন্যবাদ আমার সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের যারা প্রথমদিন থেকে আমার পাশে ছিলেন, যাদের জন্য আমি নিশ্বাস নিয়েছি।’

‘আজকে আমি ২৯দিন পরে স্বাভাবিক জীবনে ফিরবো, ইনশাআল্লাহ।’


আরো সংবাদ



premium cement