১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


খুলনার হাসপাতালে করোনায় আরো ৭ জনের মৃত্যু

- ছবি - সংগৃহীত

খুলনা মহানগরীর চার হাসপাতালে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও সাতজনের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র জানান, ২৪ ঘণ্টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের সীতাকুন্ডের হাবিবুল্লাহ (৭০) মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। আর রিলিজ করা হয়েছে ২৭ জনকে।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, সেখানে নগরীর সদর হাসপাতাল পশ্চিম এলাকার শামসুল হক (৭৬) নামে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দু’জন ভর্তি এবং তিনজন রিলিজ পেয়েছেন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে রূপসা রাজাপুর এলাকার শেখ আবুল হোসেনের (৫৬) মৃত্যু হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। আর রিলিজ পেয়েছেন আটজন।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন আর রিলিজ পেয়েছেন ১০ জন। গাজী হাসপাতালে ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের রহিমা খাতুন (৬৪) মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন। ভর্তি হয়েছেন ছয়জন ও রিলিজ পেয়েছেন ছয়জন।


আরো সংবাদ



premium cement