০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

বিশ্বকাপ দলে কেন লিটন আছেন, সাইফুদ্দীন নেই জানালেন শান্ত

বিশ্বকাপ দলে কেন লিটন আছেন, সাইফুদ্দীন নেই জানালেন শান্ত - সংগৃহীত

তাসকিন আহমেদের সহ অধিনায়কত্ব পাওয়া ছাড়া বিশ্বকাপ দল ঘোষণায় কোনো চমক ছিল না বাংলাদেশের। নেই দল নির্বাচন নিয়ে খুব একটা প্রশ্নও। তবে যতটা কথা হচ্ছে তার সবটাই সাইফুদ্দীনের না থাকা এবং অফ ফর্মে থাকা লিটন দাসকে নেয়ায়। দল ঘোষণার সময় এ নিয়ে কথা বলতে হয়েছে নির্বাচকদেরও।

দেশ ছাড়ার আগে এই নিয়ে কথা বলতে হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বুধবার দুপুরে তাদের কাছে প্রশ্ন এসেছিল এই নিয়ে। তবে ঠান্ডা মাথায় বিষয়টা সামলে দিয়েছেন দু’জনেই।

সাইফুদ্দীনের না থাকা প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব একটু জোরে বল করে। দু’জনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখেও ভালো করে। আর সে দলের সাথে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেয়া হয়েছে।’

নাজমুল হোসেন শান্ত অবশ্য বিষয়টা পরিকল্পনার অংশ বলেই উপস্থাপন করেন। তিনি বলেন, ‘দল নির্বাচন নিয়ে আমরা অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়, এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’

বিশ্বকাপ দল নিয়ে অবশ্য আলোচনার জায়গা আছে আরো একটা, লিটন দাসের থেকে যাওয়া। যেখানে শেষ ছয় ম্যাচে গড় ১৩, তবুও কেন বিশ্বকাপ দলে? প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হয়েছে বলে জানান শান্ত।

ব্যাখ্যায় তিনি বলেন, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে। তবে আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।’

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তাতে অংশ নিতে বুধবার মধ্যরাতেই দেশ ছাড়ছেন সাকিব-শান্তরা। দেশ ছাড়ার আগের সব আনুষ্ঠানিকতাও সাড়া হয়েছে ইতোমধ্যেই। হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশনও। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন দলনায়ক ও প্রধান কোচ।


আরো সংবাদ



premium cement
শাহজাদপুরে বিএনপি নেতা সরোয়ার ও তার সমর্থকদের ওপর হামলা, আহত ২০ রুয়েটে প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দৈনিক নয়া দিগন্তের প্রধান সিটি এডিটর আশরাফুল ইসলামকে সংবর্ধনা আমদানি কমলেও বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় বেড়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে `সাংবাদিকতায় মেধাস্বত্ত্বের চর্চা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে চাই : এ টি এম মাসুম আইন কেউ নিজের হাতে তুলে নেবে না সেটাই আমরা চাই : মেজর হাফিজ রোহিঙ্গা সঙ্কটের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘ প্রধান আওয়ামী লীগের বড় শত্রু শেখ হাসিনা : আব্দুল্লাহ মুহাম্মদ তাহের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২ হলের নাম পরিবর্তন পুলিশের এক ডিআইজি ও তিনজন এসপি আটক

সকল