১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়ল বিদেশী জাহাজ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়ল বিদেশী জাহাজ - নয়া দিগন্ত

পটুয়াখালীর পায়রা বন্দরে নবনির্মিত প্রথম টার্মিনাল জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়ল বিদেশী জাহাজ।

বুধবার (১৫ মে) বিকেল ৪টায় পানামা পতাকাবাহী এমভি জেইন নামের মাদার ভেসেলটি নোঙর করে।

এদিন রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো: আজিজুর রহমান। তিনি জানান, দুবাইয়ের ফুজাইরা বন্দর থেকে ৫০ হাজার ৫০০ টন পাথর এবং ১২ মিটার ড্রাফ্ট নিয়ে আসে জাহাজটি।

জানা গেছে, জাহাজটি ২৪ হাজার চুনা পাথর নিয়ে বুধবার পায়রা বন্দরের প্রথম টার্মিনাল জেটিতে নিরাপদে বার্থিং করে। বিকেল সাড়ে ৪টা থেকে জাহাজটির কার্গো ডিজচার্জিং কার্যক্রম শুরু হয়ে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ‘পরীক্ষামূলক একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। আজকের দিনটি পায়রা বন্দরের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। জাহাজ এমভি জেইন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল জেটিতে নোঙর করার মাধ্যমে পায়রা বন্দরের জন্য আরো একটি সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা হলো।

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়ার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিঃনোঙরে অপারেশন কার্যক্রম শুরু হয়। সেই থেকে বন্দরে আগত জাহাজের লাইটারেজের মাধ্যমে পণ্য খালাস করা হয়। এছাড়া পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে চলতো খালাস কার্যক্রম।


আরো সংবাদ



premium cement
শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন, যেসব বিষয়ে আলোচনা হবে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি কংগ্রেসে সমালোচকদের সম্মুখীন ব্লিংকেন সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া, সামরিক ঘাঁটির নিরাপত্তার ওপর জোর

সকল